মরণ আসিলে বরণ করিতাম

প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২০ | ১২:৫৯ পূর্বাহ্ণ

মরণ আসিলে বরণ করিতাম
–আব্দুল গফফার খান

জানিনা সে কোন অপরাধে দূরে ফেলে রয়
আমার আগুনে আমি পুড়ি তব ভস্ম নাহি হই।
অন্তর পুড়ে মন্থর হয়,যন্ত্রণা দ্বিগুণ ফুকারি ওঠে
কদম খোপায় দেখিবার লাগি বর্ষাস্নাত আমি
কাঁপি থরথর তনু জরজর আঁধার নামিছে ধরাতলে।
তাঁহার বিরহে একাকি নিশি ব্যথা নিয়ে ফিরি ঘরে
মরণ আসিলে বরণ করিতাম,এ জ্বালা নাহি সহে।
রোজ বিহানে ব্যাকুল থাকি প্রিয়া আসিবে ফিরে
আজ নিশিতে কোজাগরী চাঁদ উঠিবে বুঝি হৃদয় আকাশ জুড়ে।
দিন মাস যায় চলে বছর গুজারি খুলে রেখেছি দ্বার
মায়ার পৃথিবী ছেড়ে যাব তবে বাহুডোরে জড়াতে চাই একবার।

 

তারিখঃ ৭.৮.২০২০

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host