নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা থাকার কথা থাকলেও তা সকাল ১০টায় চালু হয়। ফলে সেবা দিতে দেরি হয়।
এতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের। তবে দেরিতে হলেও চিবিৎসা সেবা চালু হওয়ায় খুশি রোগী ও তাদের স্বজনরা।
আরিফ নামে এক রোগীর স্বজন বলেন, ‘ভোলা থেকে সকাল সকাল এসেছি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। তবে সাড়ে ৮টায় এসে দেখি টিকিট কাউন্টার বন্ধ। পরে ১০টায় খুলছে। অনেক ভিড় হলেও টিকিট পেয়েছি। এখন ডাক্তার দেখাব।’
নাবিলা হোসেন নামে আরেক রোগীর স্বজন জানান, ২ ঘণ্টা পর টিকিট কাউন্টার খোলায় ডাক্তার দেখানে পারেনি রোগীরা। তবে ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এখন টিকিট নিয়ে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার সল্প পরিসরে সেবা চালু করা হয়েছে। পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে। আশা করছি দ্রুত সব সমস্যার সমাধান হবে। পাশাপাশি রোগীরা কাঙ্খিত সেবা পাবে চিকিৎসকদের থেকে।