দপদপিয়ায় বিএনপির সম্পাদক রিমনের বিরূদ্ধে চাদাঁবাজী ও দখল বানিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৪, ২০২৪ | ৯:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজী ও দখল বানিজ্যের অভিযোগ উঠেছে। বিএনপির সাধারন নেতা কর্মী ও গত ১৫ বছরে আওয়ামী দুঃশাষনে ক্ষতিগ্রস্থ বিএনপির নেতা কর্মী ও জনসাধারন রিমনের বহিস্কার দাবী করেছে। তাকে বহিস্কার করা না হলে কঠোর কর্মসুচী দিবে বলে জানান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

৫ আগষ্টের পরে গরু চোরকে রক্ষা করার জন্য নলছিটি থানায় গরু চোরদের ব্যাপারে তদবির,জমি দখল,হুমকিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
রিমনের বিতর্কিত কর্মকান্ডের জন্য বিএনপির সুনাম ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে স্থানীয় লোকজন জানান।

৫ আগষ্ট দপদপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নিপা,তার স্বামী সোহাগ মীর ও স্থানীয় সাইফুল আকন ও হাসান বিশ্বাসের বাড়িতে রিমনের নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালায়। ৪ নং ওয়ার্ডের মেম্বর নজরুলের কাঠের ব্যবসা রয়েছে। কাঠ ট্রাকে তুলতে বাঁধা প্রদান করেন রিমন। কাঠের ঘর এলাকার রিনা বেগমের মেয়ের জামাইকে গরু চোর নাটক মন্তস্থ করেন। পরে রিনা বেগমের মেয়ের জামাই থেকে এক লাখ টাকা আদায় করে।

স্থানীয় সুত্র জানায়, রিমনের দখল বানিজ্য ও চাঁদাবাজীতে অতিষ্ঠ ইউনিয়ন বিএনপির খোদ সভাপতি। তিনি রিমনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ শুনে রিমনের ব্যাপারে বিরক্ত ও অতিষ্ঠ ।

সুত্র জানায়,রিমন গত পনের বছর আওয়ামীলীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে আয় বানিজ্য করেছেন।
রিমন ও তার পিতার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলা করার কারনে সভাপতি নান্টু মল্লিক রিমন ও তার পিতার বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেছিল। যার মামলা নং ১।

রিমনের পরিবার ফ্যাসিষ্ট আওয়ামী রাজনীতির সাথে জড়িত। রিমনের ভাই সুমন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।রিমনের চাচা মহিউদ্দিন আকন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি,চাচাতো ভাই সাদ্দাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,আরেক চাচাতো ভাই আলম আকন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি,তানজিল যুবলীগের সদস্য।ফরিদ আকন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

দপদপিয়ায় রিমনের ত্রাস ,চাদাঁবাজি ও দখল বানিজ্যের কারনে অতি সত্ত্বর বহিস্কারের দাবী জানিয়েছে দপদপিয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মী ও সাধারন মানুষ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host