ঝাটকা ইলিশ– আব্দুস সাত্তার সুমন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৮, ২০২৪ | ১০:৩১ পূর্বাহ্ণ
ঝাটকা ইলিশ
আব্দুস সাত্তার সুমন
সোনালি মাছ ইলিশ পোনা
ছোট্ট হলে ঝাটকা,
পদ্মা নদীর গভীর জলে
ধরছে জেলে টাটকা।
ইলিশ মাছে ভরা ডিমে
নায়ের উপর তুলে,
ছেলে মেয়ে খাবে তারা
নেচে হেলে দুলে।
ইলিশ ভাজা গরম ভাতে
স্বাদে পরিপূর্ণ,
জাতীয় মাছ ইলিশ মোদের
খেতে পেয়ে ধন্য।
পোনা ইলিশ লোভনীয়
উৎপাদন হয় স্বল্প,
ঝাটকা ইলিশ নিধন হলে
পাবো সবাই অল্প।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host