তালতলীতে নারীর দায়ের কো*পে পুলিশ সদস্য আ*হত

প্রকাশের তারিখ: অক্টোবর ৪, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে রাতের আঁধারে জোরপূর্বক জমিতে ঘর উঠানোর অভিযোগে জমির মালিক শফিকুল ইসলাম ইমন পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায়। এসময় পুলিশের ওপর হামলা করে আসামি হাসানের স্ত্রী রুমকি। এতে পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কালাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে আলীর বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন তালতলী থানার এএসই মো.তরিকুল ইসলাম। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে হামলা শিকার তালতলী থানার এএসআই তরিকুল ইসলাম বলেন, রাতের আঁধারে অন্যের জমিতে ঘর তুলছে এক পক্ষ এমন সংবাদ পেয়ে ওসি স্যারের অনুমতি ক্রমে ঘটনা স্থলে গেলে হাসানের স্ত্রী রুমকি পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে গালাগালি করে। এ সময় আমি ভিডিও করলে হাসানের স্ত্রীর রুমকি আমার হাতে দা দিয়ে কোপ দিয়ে আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরে সকালে তালতলী থানার পুলিশ আমার ফোনটি উদ্ধার করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কালাম খান বলেন, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর নামক এলাকায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির জমিতে রাতের আঁধারে ঘর তুলছেন এমন সংবাদ পেয়ে তালতলী থানার এসআই কামালের নেতৃত্বে একটি পুলিশের টিম সেখানে যায়। এসময় হাসানের স্ত্রী রুমকি দা দিয়ে তালতলী থানার এক পুলিশ সদস্যর ওপর হামলা করে। এ হামলায় এএসআই তরিকুল ইসলাম আহত হয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host