বরিশালে বিপৎসীমার উপরে নদ-নদীর পানি

প্রকাশের তারিখ: আগস্ট ১৭, ২০২০ | ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেসঙ্গে পানির স্রোতের গতিবেগ প্রবল থাকায় ভাঙনের শঙ্কা বেড়েছে নদী তীরবর্তী মানুষের মধ্যে। যদিও এরইমধ্যে বরিশাল সদর উপজেলার লামচরি, মেহেন্দিগঞ্জ সদর শ্রীপুর, চরগোপালপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় নদীর ভাঙনে ফসলি জমি, রাস্তাঘাট, স্থাপনা বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট সবশেষ হিসাব অনুযায়ী বরিশালের কীর্তনখোলা নদীর পানি ডেঞ্জার লেভেলের ১১ সেন্টিমিটার, বাকেরগঞ্জের বুড়িশ্বর নদীর পানি ডেঞ্জার লেভেলের ১৭ সেন্টিমিটার, আবুপুরের নয়াভাঙ্গুনি নদীর পানি ডেঞ্জার লেভেলের ৭৮ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি লেভেলের ৪৯ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি ডেঞ্জার লেভেলের ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মির্জাগঞ্জের বুড়িশ্বর বা পায়রা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৭ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ১৫ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৭ সেন্টিমিটার, বামনার বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ২২ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ডেঞ্জার লেভেল ধরে অতিবাহিত হচ্ছে।

উল্লেখ্য, সোমবার দিনভর বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। অতি মাত্রার বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধিতে বরিশাল নগরের নিম্নাঞ্চল ও বেশকিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নদীর পানি কানায় কানায় পূর্ণ থাকায় শহরের ভেতর দিয়ে বয়ে চলা খালগুলোও পানিতে পরিপূর্ণ। খালতীরবর্তী অনেক নিম্নাঞ্চলও সেই পানিতে প্লাবিত হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host