বরিশালে স্টেডিয়ামের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

প্রকাশের তারিখ: আগস্ট ১৭, ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল জেলা স্টেডিয়ামের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বরিশাল নগরের ১১ নম্বর ওয়ার্ডের ভিআইপি গেট এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় খোঁজখবর নিয়ে দেখা যায়, স্টেডিয়ামের জমিতে অবৈধভাবে ঘরনির্মাণ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানকালে ওই অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাউকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, একটি ভূয়া মামলার তথ্য দিয়ে সরকারি এ জমিটি ভোগদখলের চেষ্টা চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বরিশাল সদর উপজেলা ও মহানগরের অবৈধ স্থাপনাগুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host