উজিরপুরে ইউপি সদস্য মোজাম্মেল’র বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

প্রকাশের তারিখ: আগস্ট ১৭, ২০২০ | ১১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক–

উজিরপুরে সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগকারী উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। রবিবার (১৬ আগস্ট) গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দোসতিনা গ্রামের ছত্তার খা’র স্ত্রী বেগম।
অভিযোগ সূত্রে জানাযায়, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মোজাম্মেল সরদার হত দরিদ্র বেগমকে ঘর দেয়ার বিনিময়ে নগদ ৫০ হাজার গ্রহণ করেছে। বেগম ব্র্যাক এনজিও হতে ঋণ নিয়ে ইউপি সদস্যকে উক্ত ৫০হাজার টাকা প্রদান করেন।

এ ব্যাপারে বেগম জানায়,‘ আমাকে সরকারি বরাদ্ধের ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য মোজাম্মেল ৭৫ হাজার টাকা দাবী করে। অনেক অনুরোধের পরে তিনি ৫০ হাজার টাকায় আমাকে ঘর দিতে রাজি হয়। এবং ৩ দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধের সময় বেধে দেয়।’

বেগম আরো জানায়,‘কাজ কর্ম না থাকায় ভিক্ষা করে ব্র্যাক এনজিও’র ঋণের টাকা পরিশোধ করি।’
এ ব্যাপারে গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসু দেব জানান, ‘ইউপি সদস্যের বিরুদ্ধে একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host