বীর মুক্তিযোদ্ধা আশু বাঙালি আর নেই

প্রকাশের তারিখ: আগস্ট ১৮, ২০২০ | ৯:১০ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি (আশু বাঙালি) আর নেই। তিনি মঙ্গলবার (১৮ই আগস্ট) বিকেল ৪টার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহে… রাজেউন)।
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউনিট কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কেরুজ চিনিকলের সিআই ছিলেন তিনি। সিবিআই নেতা হিসেবেও এলাকায় সুখ্যাতি ছিলাে তার।

চুয়াডাঙ্গা সদরের কুলচারা গ্রামের মরহুম আফিল মণ্ডলের ছেলে বীর মুক্তিযােদ্ধা আশু বাঙালি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিলাে ৭২ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাম আন্দোলনের অন্যতম সৈনিক, দৈনিক মাথাভাঙ্গার এক সময়ের পাঠকপ্রিয় কলাম জনতার স্লিপ লেখক আশু বাঙালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এলাকায়। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক তার মৃত্যুতে শোক প্রকাশ করে শােক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার (১৯শে আগস্ট) সকাল ১০টায় নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাজা শেষে কুলচারা কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host