স্বরূপকাঠিতে এক রোগীর দালালের দন্ড !

প্রকাশের তারিখ: আগস্ট ১৯, ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে চিকিৎসা নিতে আসা রোগীকে ফুসলিয়ে অন্যত্র নিয়ে চিকিৎসা করিয়ে স্বাস্থ্যহানি ঘটানোর অভিযোগে মোঃ মিন্টু (৩৭) নামের এক দালালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারেফ হোসেনের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওই ভ্রাম্যমান আদালত অনুষ্ঠিত হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র স্বরূপকাঠিতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে অপচিকিৎসায় মত্ব রয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের ঝিলবাড়ি এলাকার নাঈম জানান, সোমবার তার স্ত্রীকে নিয়ে স্বরূপকাঠিতে চিকিৎসা করাতে এলে দালাল মিন্টু তাদেরকে ভূল বুঝিয়ে পাশ^বর্তী বানাড়ীপাড়া এলাকায় নিয়ে চিকিৎসা করান। এতে ওই গৃহবধু অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং পুলিশে অভিযোগ করেন। পুলিশ হাসপাতাল এলাকা থেকে মিন্টুকে আটক করে ওই ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মিন্টুকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মিন্টু পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আব্দুল মন্নানের ছেলে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host