অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার ৯ ইউনিয়ন প্লাবিত

প্রকাশের তারিখ: আগস্ট ২০, ২০২০ | ৯:২০ অপরাহ্ণ

অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, চরকিং, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া ও নিঝুমদ্বীপ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার দুপুরে প্লাবিত হয়েছে। একদিকে ভারি বর্ষণ অপরদিকে জোয়ারের তাণ্ডব এসব এলাকার ক্ষেতের ফসল, পুকুরের মাছ ভেসে গেছে। অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

চানন্দী ইউনিয়নের চৌধুরী গ্রাম, আলী নগর, হেমায়েতপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকা পানির নিচে নিমজ্জিত রয়েছে। তাঁর ইউনিয়ন পরিষদের পুকুরের মাছ ভেসে গেছে এবং ইউনিয়ন পরিষদের ভিতর পানি ঢুকে পড়েছে। সুখচর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, সুখচরে সুখ নেই, আছে দূর্গত মানুষের আহাজারি।
নিঝুমদ্বীপের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, নিঝুমদ্বীপের অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত থাকায় অনেকে অর্ধাহারে অনাহারে রয়েছে। গবাদিপশু পর্যন্ত ভেসে গেছে এবং নিঝুমদ্বীপের হরিণগুলো কিল্লার উপর গিয়ে আশ্রয় নিয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, বিধ্বস্ত বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও ক্ষতিগ্রস্থ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host