ক্ষতিগ্রস্থ কীর্তনখোলা নদীর বেরিবাঁধ, হুমকীর মুখে বরিশাল নগরী

প্রকাশের তারিখ: আগস্ট ২১, ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ

এম সাইফুল-
অতিরিক্ত জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বরিশাল নগরীর কোলঘেষা কীর্তনখোলা নদীর বেরিবাঁধ। এতে হুমকীর মুখে পড়তে পারে বরিশাল নগরী । যেকোন সময় তলিয়ে যেতে পারে বরিশাল নগরী। কেননা দীর্ঘদিন ধরে কীর্তনখোলা নদীর পারে বেরিবাঁধে ফাঁটল দেখা দিয়েছে। অনেকাংশে ভেঙ্গে পড়েছে বেরিবাঁধ। চাঁদমারী মাদ্রাসা রোড সংলগ্ন বিআইপি গেটের পিছন দিকে নদীর পারে এমন ঘটনা দেখা দিয়েছে। সেখানে দেখা গেছে কয়েক জায়গার বেরিবাঁধের ব্লক খসে পড়েছে। ভিতরে পানি ঢুকে বালি বেরিয়ে খানাখন্দের তৈরি হয়েছে। বেশ কিছুদিন আগে ভেঙ্গে পড়া বেরিবাঁধে কিছু বালির বস্তা দিলেও তাতে কোন সমাধান হয়নি। এদিকে জোয়ারের পানিতে সেই বালির বস্তা ধুয়ে বড় গর্তে রুপ নিয়েছে ভাঙ্গন। সরেজমিনে গিয়ে দেখা গেছে , বরফকল সংলগ্ন ৩/৪ জায়গার বেরিবাঁধের ব্লক খুলে পড়েছে। জোয়ারের পানি সেখান দিয়ে প্রবেশ করছে। এলাকাবাসী জানায় অনেক দিন ধরে বেরিবাঁধ ভেঙ্গে রয়েছে কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। ভাঙ্গার প্রথম দিকে কিছু বালির বস্তা দিয়ে গেছে তাও ধুয়ে গেছে। এখন প্রায় চারপাঁচ জায়গায় ফাঁটল সহ ব্লক খুলে পড়েছে। এতে ক্ষতির আশংকায় আছে নদীপাড়ে বসবাসরত বাসিন্দারা। নদীর পাড় ঘেষা বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা আনোয়ার জানান, অনেক দিন ধরেই আমাদের বেরিবাঁধের কিছু জায়গা ভেঙ্গে গেছে। এতে যেকোন সময় জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে কলোনী। তাই এর দ্রুত পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করছে সচেতন মহল।
এদিকে কর্তৃপক্ষের নিকট বেরিবাঁধ দ্রুত সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী। কারন যদি বেরিবাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবেশ করতে শুরু করে তাহলে হুমকীর মুখে পড়বে বরিশাল নগরী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host