ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় সিভিল সার্জনসহ ১১ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২০ | ৯:০৭ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী, সিভিল সার্জনের গাড়ি চালক আলী হায়দার এবং সার্বক্ষণিক সাথে থাকা এমএলএসএস মোঃ শাহআলম কাজি ও ঝালকাঠি সদর হাসপাতালের উচ্চমান সহকারী আঃ মতিনসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার পর্যন্ত ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২১১ জন, নলছিটি উপজেলায় ১২৬ জন, রাজাপুর উপজেলায় ১৮৭ জন, ও কাঠালিয়া উপজেলায় ৬৮ জন।

ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৮৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২৮৬৬ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৫৯২ জনের রিপোর্ট পজেটিভ ও ২২০৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে, বাতিল হয়েছে ৮০ এবং সুস্থ হয়েছেন ৩৪৩, মৃত্যু ১৪ জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২০। ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host