জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরনদীতে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২০ | ১১:২০ অপরাহ্ণ

 

গৌরনদী প্রতিনিধি।।
জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার গৌরনদী উপজেলার হযরত শাহ মল্লিক দূত কুমার জামে মসজিদে বাদ জোহর শহীদদের স্মরনে স্মরনসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখওয়াত হোসেন সুজন, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মো: মিলন খলিফা, সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক এ. জি. এস ও ছাত্রলীগ নেতা রেজভী জামান রিয়াদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদার, নাট্য সম্পাদক বেল্লাল মিয়া, সমাজসেবা সম্পাদক বাবু মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা মিলন তালুকদার, আলআমিন সরদার, রাজিব মিয়া, আল আমিন মোল্লা, কলেজ ছাত্রলীগ শাওন, সাকিল হোসেন, রায়হান, কাওসার, সালাম, দিদার, রাসেল, চয়ন, সুজন, আরিফ, সাগর, রায়হান, মুজিব, মনির, সাগর, নাঈম, তুহিনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ৭৫‘র ১৫ আগষ্ট স্বাধীনতার শত্রু ও দেশদ্রোহী ঘাতকের বুলেটে স্ব-পরিবারে শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু। এ সময় একই সঙ্গে শহীদ হন দক্ষিন অঞ্চলের কৃষক কূলের নয়নমনি, বন্যা সেচ ও পানি সম্পদ মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ পরিবারের একাধিক সদস্য। তাদের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। একই সঙ্গে বরিশাল-১ আসনের সাংসদ জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, তার কনিষ্ঠ পুত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ তাদের পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া -মোনাজাত শেষে উপস্থিত মুসললীদের মাঝে মিষ্টান্ন পরিবেশন করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host