এই দুনিয়ায় স্বার্থ ছারা কেউতো কারো না– রাজিব খান

প্রকাশের তারিখ: আগস্ট ২৫, ২০২০ | ৭:৫৪ পূর্বাহ্ণ

এই দুনিয়ায় স্বার্থ ছারা কেউতো কারো না ,
তুমি বিনে এই জগতে কেউ নাই আপনা ।

এ সংসারের মায়ার জালে ,
স্বজন প্রীতির খেলা খেলে ।
দিন যে গেলো গোলে মালে ,
আপন হলাম না ।
সুখের ভাগী অনেক মিলে,
দুঃখের বেলায় কেউ থাকেনা ।

ভাই বন্ধু আত্মীয় স্বজন,
কেহ নাই যে তোমার মতন ।
ভুবন ভরা লেনা দেনা
বিপদ ক্ষনে যায়গো চেনা ।
আপন আপন করে সবাই,
মূলে দেখি সব ছলনা ।

যে দেশে নাই ভাবের মূল্য,
সে দেশের ভাই সবাই বাল্য।
যাহার জন্য করলাম চুরি
সে দিলো মোর মাথায় বারি।
কোথায় পাবো পরম বন্ধু,
এ দেশেতে আর রবোনা ।।

মুজিব তুমি জগত পতী
রাজিব করে এই মিনতি।
যে বা করুক যতই ক্ষতি
দিও তখন এই সুমতি।
মনের ভূলেও কোন কালে
যেন তারে ব্যাথা দেইনা।

লেখক- মোঃ রাজিব খান
বিশেষ প্রতিবেদক, বরিশাল বাণী

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host