ঝালকাঠি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ-সদস্য সচিব বাবু

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | ৯:২৮ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।

ঝালকাঠির এ আংশিক কমিটিতে আজাদুর রহমান খানকে আহ্বায়ক, হেদায়েতুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host