কিসের বড়াই করো মানুষ- রাজিব খান

প্রকাশের তারিখ: আগস্ট ২৫, ২০২০ | ৯:৪২ অপরাহ্ণ

কিসের বড়াই করো মানুষ
কি আছে তোমার ।
চোখ বুঝিলে পড়বে খশে
সম্পদের পাহাড় ।

কালকে যাহা ছিল অন্যের
আজ হল তোমার,
আজকে দেখ যা যা তোমার
কাল যেন কাহার,
তবু কেন পাল্টাই না মোর
অসৎ ব্যবহার ।।

বিধাতার ই সৃষ্টি যত
আছে এই সংসার,
পুরান ভাঙ্গা নতুন গড়া
এটাই যে তার কারবার,
যেমন ভেঙ্গে গড়ে নদীর
এপার আর ওপার।।

এল যারা গেল তারা
যেতে হয় সবার,
কখন জানি ডাক এসে যায়
তোমার আর আমার,
সময় থাকতে ও অবুঝ মন
হ‌ইয়ো হুঁশিয়ার ।

মহা জনে ষোল আনা,দিয়েছিলেন ধার।
রংবাজারে সওদা করে, পাইনা খুঁজে আর।
রাজিব কান্দে কড়ি বিনে,কেমনে হবে পাড়,
মূর্সিদ উছিলাতে সিন্ধু, হয়ে যাবো পার।।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host