আমি কবি নই : —আলম হোসেন

প্রকাশের তারিখ: আগস্ট ৩০, ২০২০ | ১:০৮ পূর্বাহ্ণ

আমি কবি নই
—আলম হোসেন

কবিতা আমাকে ভাত দেবেনা
দেবেনা পোষাক-আশাক কিংবা
বিত্ত বৈভবের সোনালি চাদর

কবিতা আমাকে ছন্নছাড়া
সংসার ত্যাগি বানাবে
বানাবে ক্ষ্যাপা বাউল

তারপরও রাত জেগে কবিতা লিখি
আসলে কবিতাই আমাকে লেখায়
কবিতা আমার আমিকে তুলে নিয়ে যায় হাজারো মানুষের ভিড় থেকে দূর সীমানায়
একান্ত আলাপে আলাপে গড়ে তুলি নতূন শহর নন্দকানন বিষাদের নগরি

এজন্যই বলি আমি কবি নই
আমাকে কবি বলোনা কেউ
ফি বছর বিনা বেতনে কবিতার চাকরি করি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host