বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক

প্রকাশের তারিখ: মে ১৭, ২০২৫ | ৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান। শনিবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে বরিশাল জেলা শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারেক আল ইমরানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত ২৭ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। আওয়ামী লীগ কর্মীকে বালুমহালের ইজারা পাইয়ে দিতে এক সেনা সদস্যকে ধরে নিয়ে হোটেল কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host