ড্রেনে নেমে আবর্জনা পরিষ্কার করলেন পৌরমেয়র জিপু চৌধুরী

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২০ | ১১:১১ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন,চুয়াডাঙ্গা:

জলাবদ্ধতা চুয়াডাঙ্গা পৌরশহরের অন্যতম সমস্যা। অল্প একটু ভারী বৃষ্টি হলেই পৌরশহরের অধিকাংশ রাস্তার উপর পানি জমে সৃষ্টি হয় নানা ধরনের সমস্যা। বৃষ্টির পানি ঢুকে পড়ে নিউ মার্কেটের দোকানের ভেতর।  দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসলেও তা নিরসন করা কঠিন হয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য চুয়াডাঙ্গা পৌরসভার জনপ্রিয় মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু নিজেই ড্রেনের ময়লা পানিতে নেমে পড়লেন আবর্জনা পরিষ্কারের জন্য।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) ভোর থেকেই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়ে দিনভর একটানা চলে। এতেকরে পৌরশহরের অধিকাংশ রাস্তা ও মার্কেটগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। মূলত ড্রেনগুলো আবর্জনা ভর্তি থাকায় তাতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে মেয়র জিপু চৌধুরী নিজেই ড্রেনে নেমে আবর্জনা পরিষ্কারের কাজ করলেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের জন্য করণীয় বিষয়ে, তিনি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে আলোচনাও করেন।

এ সময় জিপু চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছি, যা এই বৃষ্টির মৌসুম শেষ হলেই বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি আমরা সকলে যদি দায়িত্বের সাথে কাজ করি, নিজের শহর নিজে পরিষ্কার রাখি তাহলে এ সমস্যা থেকে আমরা খুব দ্রুতই নিস্তার পাবো।

উল্লেখ্য, মেয়র জিপু চৌধুরী চুয়াডাঙ্গা পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরশহরের যেকোন সমস্যা সমাধানে তিনি নিজেই সবার আগে এগিয়ে এসে নিজ হাতে কাজ শুরু করেন। যা চুয়াডাঙ্গার ইতিহাসে আর কোন মেয়র কোনদিন করেননি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host