আমতলীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২, ২০২০ | ১২:০৬ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে র‌্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালীর যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত কর্তৃক তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাজারে র‌্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালীর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খাবার হোটেলের ভিতরে অপরিস্কার থাকায় হোটেল মালিক মোঃ আব্বাস কাজীকে ৬ হাজার টাকা ও মোঃ জামাল মৃধাকে ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মালিক সুবাস রানাকে ১৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯এর ৫২/৩৭/৪৩ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনা ও ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host