হাট কর্তৃপক্ষের আন্তরিকতায় যানজটমুক্ত হলো শিয়ালমারী পশুহাট

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম শিয়ালমারী পশুহাট সংলগ্ন মেইন রাস্তা হাট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় যানজুটমুক্ত রাখা সম্ভব হয়েছে। বৃহত্তম এই পশুহাটটি জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের দর্শনা-জীবননগর মেইন রাস্তা সংলগ্ন শিয়ালমারী নামক স্থানে অবস্থিত।

প্রতি বৃহস্পতিবার হাটের দিন আসলেই হাট সংলগ্ন মেইন রাস্তাটি যানজটমুক্ত করতে চরম বেগ পেতে হয় হাট কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যদের।

দীর্ঘদিন ধরে চলে আসা রাস্তাটির যানজট, হাট কর্তৃপক্ষের আন্তরিকতায় এবং প্রশাসনের উদ্যোগে পুরোপুরি মুক্ত করা সম্ভব হয়েছে। সরেজমিনে শিয়ালমারী পশুহাট পরিদর্শনে এসে হাটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন।

এ সময় এস.এম মুনিম লিংকন বলেন, “হাটের বর্তমান অবস্থা এর আগে আর কোনদিন কেউ কখনো দেখেছে বলে আমার মনে হয়না। হাট সংলগ্ন মেইন রাস্তাটি যানজটমুক্ত রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি আগামী দিনগুলোতে ও এই ধারা অব্যাহত থাকবে”।

উল্লেখ্য, হাট সংলগ্ন রাস্তা যানজটমুক্ত রাখতে বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) সকাল থেকেই ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম এবং ৮ সদস্য বিশিষ্ট গ্রাম পুলিশের একটি টিমের সাথে জীবননগর থানা পুলিশের একটি টিম দিনভর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

মেইন রাস্তা থেকে ১০ ফুট জায়গা ফাঁকা রেখে পুরো হাট এলাকায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে রাস্তার দুপাশে বসা অবৈধ দোকানপাট। যাত্রী উঠানো এবং নামানো ছাড়া কোন যানবাহনকে অযথা হাটের উপর দাঁড়িয়ে থাকতে না দেওয়ার কারণেই পুরো হাট আজ যানজটমুক্ত।

হাট যানজটমুক্ত রাখতে পারার কারণ জানতে চাইলে হাট কর্তৃপক্ষের মুখপাত্র জনি শাহ্ বলেন, “প্রশাসনের নির্দেশনা মেনে আমরা হাটের দুপাশে বাঁশের বেড়া দিয়ে তাতে লাল পতাকা টানিয়ে দিয়েছি। রাস্তার দুপাশসহ পুরো রাস্তা ফাঁকা রাখতে দিনভর স্বেচ্ছাসেবক টিম, গ্রাম পুলিশের টিম, থানা পুলিশের টিমের সাথে আমিসহ অন্যান্য হাট মালিক গণ দিনভর রাস্তায় উপস্থিত থেকে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি। শুধু হাট কর্তৃপক্ষ নয়, রাস্তায় চলাচলরত সকলে যদি একটু আন্তরিক হয় তাহলে হাট সংলগ্ন রাস্তাটির যানজট শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে”।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host