উজিরপুরে সাংবাদিককে হত্যার হুমকি ! অনলাইন সাংবাদিক ইউনিয়নের নিন্দা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২০ | ১:০৪ পূর্বাহ্ণ

খবর বিজ্ঞপ্তি:  জাতীয় দৈনিক আমাদের নতুন সময়, বরিশালের দৈনিক ভোরের অঙ্গিকার ও জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’সহ একাধিক অনলাইন পত্রিকার উজিরপুর সংবাদদাতা ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হক মুন্নাকে অজ্ঞাত সন্ত্রাসী মোবাইল ফোনে হত্যার হুমকীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মামুনুর রশীদ নোমানী ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ বলেন, এটা গণমাধ্যমের জন্য অশনী সংকেত। দ্রুত তদন্ত করে এই দুস্কৃতিকারীদের বিচারের আওতায় আনা উচিৎ। স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্বে সাথে দেখা উচিৎ। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা প্রয়োজনে কর্মসূচী দিতে বাধ্য হব।

গত মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সাংবাদিক নাজমুল হক মুন্না উজিরপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডায়েরী করেছে। ডায়েরী ও ভূক্তভোগী সুত্রে জানা যায় সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৪১মিনিটে মোবাইল ফোনে অজ্ঞাত এক সন্ত্রাসী সাংবাদিক মুন্নাকে হত্যার হুমকী দেয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host