বরিশালে ইয়াবাসহ ৫ মাদকবিক্রেতা আটক

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৬টা থেকে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। যা বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন মাধবখালী ইউনিয়নের কালতলী গ্রামের মোস্তফা মৃধার ছেলে মো. মনির হোসেন মৃধা (২৫), একই গ্রামের শাহজাহান সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম রাজিব (২২), পার্শ্ববর্তী পশ্চিম চৈতা গ্রামের আব্দুল হামেদ মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা (২৮), আশ্রাফ আলী হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) ও বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের তালগাছিয়া গ্রামের আ. সালাম মৃধার ছেলে শাহাবুদ্দিন মৃধা সাজু (৩০)।

পুলিশ জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি’র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে পরিদর্শক মো. আ. হালিম খান্দকার ও উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নগরীর কোতয়ালী মডেল থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোড জনতা ব্যাংকের সামনে থেকে দু’জন এবং রূপাতলী ডোষ্ট পেট্রোল পাম্পের সামনে থেকে অপর তিনজনকে আটক করা হয়েছে।

এই ঘটনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host