মির্জাগঞ্জে ৩ অসাধু ব্যবসায়ীর দন্ড !

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১১, ২০২০ | ১২:৫১ পূর্বাহ্ণ
মোঃ গোলাম সরোয়ার মনজু, মির্জাগঞ্জ প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছ।
আজ ১০ সেপ্টেম্বর[রোজ বৃহস্পতিবার ]১টার দিকে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাহফুজ মেডিসিন কর্ণার এ অভিযান পরিচালনা করে এর মালিক মাহফুজুর রহমানকে ৪ হাজার, জাহিদ মেডিকেল হল এর মালিক জাহিদুল ইসলামকে ৩ হাজার ও খলিল ফল ভান্ডার এর মালিক খলিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালতের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, খলিল ফল ভান্ডারের মালিক বেশ কয়েকটি অপরাধ করেছেন। তাঁর দোকানে মেয়াদোত্তীর্ণ জুস ও চিপস পাওয়া গেছে। তিনি আরো বলেন, ওই ব্যবসায়ীকে বেশ কয়েকটি ধারায় আরো বেশি জরিমানা করা যেত। কিন্তু তাকে শুধুমাত্র ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host