ইউনিয়ন যুবসংহতি থেকে উপজেলা যুব সংহতি পদোন্নতি হওয়ায় সংসদ সদস্যকে শুভেচ্ছা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২০ | ৬:৩৯ অপরাহ্ণ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি :

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন এর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মোঃ আবু সাঈদ উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি পদোন্নতি হওয়ায় বরিশাল ৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু ও বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিছলু কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে বরিশাল ৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপুর ঢাকা নয়াপল্টন অফিসে
বরিশাল ৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু ও বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ মকিতুর রহমান কিছলুর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদান করেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন এর কৃতি সন্তান মোঃ আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার।

এসময় বরিশাল ৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, বিশ্ব এক মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। যেকোনো সঙ্কটময় পরিস্থিতিতে জাতীয় যুব সংহতিকে
কাজ করতে হবে।
তিনি বলেন, যুবকদের ইতিবাচক রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে যুবসমাজকে রক্ষার জন্য তাদের উন্নয়ন-সমৃদ্ধি-শান্তি ও আত্মত্যাগের রাজনীতির ধারায় ফিরিয়ে আনতে হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host