গৌরনদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২০ | ৮:৩০ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার সিরাজুল ইসলাম বয়াতীর পুত্র।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শনিবার বিকেলে বিদ্যালয়ের ছাদ সংস্কার করার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হন সাইফুল। এসময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, নির্মাণ শ্রমিক সাইফুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাৎক্ষণিক গৌরনদী পল্লী বিদ্যুৎ অফিসের জরুরি নম্বরে একাধিকবার ফোন করলেও ফোনটি কেউ রিসিভ করেনি। পরবর্তীতে ফোন রিসিভ করা হলেও লাইন বন্ধ না করে অপ্রাসঙ্গিক কথা বলে সময়ক্ষেপন করে গৌরনদী পল্লী বিদ্যুতের জরুরি বিভাগের ফোনকল রিসিভের দায়িত্বে থাকা ব্যক্তি।

এবিষয়ে গৌরনদী পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

এছাড়াও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ফোন পাওয়ার পরপরই বিদ্যুতের লাইন বন্ধ করা হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host