বাবুগঞ্জে তালের বীজ বপনের উদ্বোধন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১:৫২ অপরাহ্ণ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

“বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রানহানী কমাই ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
প্রকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী

১ লক্ষ তালগাছের বীজ বপন কর্মসুচীর উদ্বোধন এর ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাবুগঞ্জ উপজেলায় দেহেরগতি ইউনিয়নএর রাকুদিয়া গ্রামে এ তালগাছের বীজ বপন কর্মসুচীর উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আামিনুল ইসলাম বলেন, তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বির্বতনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে।

ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অংখ্য মানুষ।

তিনি বলেন, এসব বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বাংলাদেশের প্রতিটি এলাকায় বেশি করে তাল গাছের চারা ও বীজ রোপনের নির্দেশনা দিয়েছিলেন।
তার সেই নির্দেশনা ও অনুশাসনকে সম্মান জানিয়ে

বরিশালের বিজ্ঞ জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়
বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ১০ হাজার তাল গাছের বীজ ও চারা রোপণ করা হবে। এজন্য আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষি সম্প্রসারণ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্রাক এনজিও মাধ্যমে এসব বীজ সংগ্রহ করা হয়েছিল।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাইদুজ্জান, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম,বাবুগঞ্জ উপজেলা ব্রাক প্রতিনিধি মিলটন ঘোষ, সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনধিরা এসব তাল গাছের বীজ রোপণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host