মির্জাগঞ্জে অটো বাইকের ভাড়া বেশী নেওয়ার প্রতিবাদ করায় যাত্রিকে মারপিট অতপর মামালা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২০ | ৩:৪৬ অপরাহ্ণ

মোঃগোলাম সরোয়ার মনজু

মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে অটোবাইকের ভাড়া বেশী নেওয়ার প্রতিবাদ জানালে এক পর্যায়ে যাত্রীর সাথে হাতাহাতি ও মারামারির রুপ নেয়।

অভিযোগ সূত্রে জানা যায় আজ সোমবার (১৪ ;০৯ ২০২০ ) মোঃ বাদল আকন (৩৭) পিং সুলতান আকন (২ সেপ্টেম্বর) রাত ৮.৩০ ঘটিকার সময় সুবিদখালী হইতে রানার অটোরিক্সায় বাড়ির উদ্দেশ্যে (মজিদবাড়িয়া) রওনা হয় ও গাড়িতে থাকা একটি ছোট বাচ্চার কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করলে অভিযুক্ত রানা (২৮) ও তার সাথে থাকা হিরু খান (৩০)এর সাথে কথার কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা অসুস্থ যাত্রী বাদল আকন কে বেদরক মারপিট করে এবং তার সাথে থাকা ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার জন্য দুই পক্ষ একমত হলে শালিশগন (৩ সেপ্টেম্বর) বৈঠকে সকলের বক্তব্য শোনেন ও সালিশগন অভিযুক্তকে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং অভিযুক্তরা দোষ স্বীকার করে তা মেনে নেন। পরবর্তীতে (১১ সেপ্টেম্বর) উক্ত টাকা পরিশোধ করার কথা থাকলেও অভিযুক্তরা টাকা দিবে না বলেন। এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করা।
এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিল করেন

মির্জাগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host