অনুদানের সিনেমায় নিরব-অপু

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২০ | ৩:৪২ অপরাহ্ণ

এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক বন্ধন বিশ্বাস। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে এই ছবিটি ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে। বেশ কয়েক দিন ধরে একে একে ছবিটির অভিনয়শিল্পীর নাম প্রকাশ করছিলেন বন্ধন বিশ্বাস। সে তালিকায় রয়েছে অভিনেতা শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, সুস্মি রহমান ও সুমিত সেনগুপ্তর নাম।

কিন্তু ছবিটির অভিনয়শিল্পী নির্বাচনে বড় চমক রেখেছেন নির্মাতা। অবশেষে তুলি চরিত্রে অপু বিশ্বাস ও অনুপ চরিত্রে নিরব আহমেদকে প্রধান চরিত্রে চুক্তি করেন বন্ধন। প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে জুটি হচ্ছেন অপু-নিরব।

অপু বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকদের গল্প নিয়ে ছবিটি। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। যা পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে হবে। সব সময়ই চেষ্টা ছিল ভালো গল্পে কাজ করার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘ছায়াবৃক্ষ’র গল্পটি চমৎকার। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে।’

বন্ধন বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকের বেশির ভাগই পড়াশোনার সুযোগ পায় না। তাদের নানাভাবে বঞ্চিত করা হয়। কখনো তারা যদি বিদ্রোহ করে তাহলে তা খুব সহজেই দমন করা হয়। এমনই গল্প নিয়ে ‘ছায়াবৃক্ষ’। কেন্দ্রীয় চরিত্রে অপু বিশ্বাস ও নিরবকে নির্বাচন করেছি। অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host