পটুয়াখালীতে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২০ | ৬:৪৫ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বেশি দামে চাল-ডাল ও পেঁয়াজ বিক্রি এবং ওজনে কম দেয়ায় তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিসিক শিল্পনগরী মাঝগ্রাম ও লাউকাঠি এলাকায় এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া। অভিযানে সহায়তা করে র‌্যাব।

র‌্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম বলেন, দুপুরে বিসিক শিল্পনগরী মাঝগ্রাম ও লাউকাঠি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে চাল-ডাল ও পেঁয়াজ বিক্রি এবং ওজনে কম দেয়ায় দোকানি রেজাউল করিমকে ছয় হাজার টাকা, মো. খলিলুর রহমানকে ৩০ হাজার টাকা এবং আনোয়ার হোসেনকে চার হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চাল-ডাল ও পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে দোকানিদের। বাজার মনিটরিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host