পরিবর্তিত নতুন মোবাইল নাম্বার ব্যবহার করবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২০ | ১২:০৫ পূর্বাহ্ণ

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ পুলিশের সকল মোবাইল নাম্বার প্রশাসনিক প্রয়োজনে একই কোডের করার উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের সকল সরকারি মোবাইল নাম্বার পরিবর্তিত হয়ে একই কোডের হবে। যার কাজ ইতোমধ্যে শুরু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এরই ধারাবাহিকতায় আগামী ১লা অক্টোবর ২০২০ খ্রি. থেকে পরিবর্তিত নতুন মোবাইল নাম্বার ব্যবহার করবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। বর্তমানে ব্যবহৃত চুয়াডাঙ্গা জেলা পুলিশের সরকারি সকল মোবাইল নাম্বার আগামী ১লা অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে। পরিবর্তিত নতুন মোবাইল নাম্বারগুলো জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখার ওসি, চুয়াডাঙ্গা সদর থানার ওসি, আলমডাঙ্গা থানার ওসি, দামুড়হুদা থানার ওসি, দর্শনা থানার ওসি, জীবননগর থানার ওসিসহ জেলার সকল পুলিশ সদস্যদের ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার নিম্নরূপে পরিবর্তিত হবে।

চুয়াডাঙ্গা জেলাবাসীকে আগামী ১লা অক্টোবর থেকে পরিবর্তিত নতুন মোবাইল নাম্বারে যোগাযোগ করে পুলিশি সেবা গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host