বরিশালে পুলিশ কমিশনার ও সিটি মেয়রের নির্ঘুম একটি রাত !

প্রকাশের তারিখ: মে ২১, ২০২০ | ৩:১৫ অপরাহ্ণ

শাকিব বিপ্লব :

প্রাণ কেড়ে নিতে সময়ের অদৃশ্য শক্তি করোনাভাইরাস আতঙ্ক থেকেও অধিকতর চিন্তা-ভাবনা দেখা দিয়েছিলো ঘূর্ণিঝড় আম্ফান। ধেয়ে আসছে, এই খবরে বরিশালের চারিদিকে চরম আতঙ্ক আর উৎকন্ঠায় একরাত পার হলো গতকাল বুধবার ২০মে ঘনঘোর আঁধারে এক পরিবেশ।

বরিশালের শুধু প্রশাসন নয়, ক্ষমতাসীন রাজনৈতিক মহল পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষয়ক্ষতি রোধে দিনের শুরু থেকে সর্বাত্মক চেষ্টায় ও কর্মপ্রয়াসে ফুটে উঠেছে কতটা মানুষের জন্য নিবেদিত। বিশেষ করে বরিশাল মেট্রোপুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ও সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কাটিয়েছেন নির্ঘুম এক রাত।
সবাই যখন ঘুমে বিভোর তখন জেগে থাকা একজন প্রশাসনিক কর্মকর্তা অন্যজন ক্ষমতাসীন দলের নেতা প্রকৃতির ভয়ঙ্কর গতিবিধির সর্বশেষ তথ্য জানতে তাদের চোখ ছিলো অতন্দ্র প্রহরীদের ন্যায়।

বরিশাল বাণী’র অনুসন্ধানে জানা গেছে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং তার সাথে রেঞ্জ ডিআইজি গোটা পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের কর্মকর্তাদের তাদরে কমস্থলের আশপাশে নামিয়ে দেয় সংশ্লিষ্ট এলাকার বসতিদের আত্মরক্ষায় সাইক্লোন সেল্টারে নিয়ে যেতে। সেই সাথে পুলিশ সদস্যরাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যেনো ঘূর্ণিঝড় আম্ফানের গতিবেগের সাথে নিজেরাও ছুটাছুটি করেছেন কোনো মানুষ যেনো অরক্ষিত অবস্থায় না থাকে। অবশ্য গতকাল বুধবার সকাল থেকেই তাদের এই প্রস্তুতি দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, এক্ষেত্রে বিশেষ এক ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিএমপি কমিশনার। তিনি শহরকেন্দ্রিক শীর্ষ পুলিশ কর্মকর্তা হলেও তার এলাকার আওতাধীন বিশেষ করে কীর্তনখোলা ও মেঘনার নদীর মধ্যবর্তী স্থান চড়কাউয়া থেকে লাহারহাট পর্যন্ত বন্দর থানা পুলিশকে সজাগ বা দৌড়ের উপর রেখেছিলেন যাতে কোথাও যেনো নিরাপত্তার ঘাটতি না থাকে। তদ্রুপ রেঞ্জ ডিআইজি তার তিনটি থানা হিজলা , মুলাদী ও মেহেন্দীগঞ্জকে বিশেষ গুরুত্ব দিয়ে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিশেষ গাইডলাইন দিয়ে মাঠে রাখেন রাতভর।
সূত্রের ভাষ্যমতে , সকাল থেকেই নদী তীরবর্তী বা কাছাকাছি এলাকাসমূহের মানূষদের সাইক্লোন সেল্টারে নিয়ে আসার নির্দেশ দিয়ে তা বাস্তবায়ন নিশ্চিত করেন। পাশাপাশি জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিভাগকেও সতর্ক রেখেছিলেন নিজেদের চিন্তাভাবনা বা কৌশলের আলোকে। সেক্ষেত্রে স্পীডবোটসহ এম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা হয়েছিলো -ডাকলেই তড়িৎ ব্যাবস্থা নেওয়ার। শুধুই কী তাই? সাইক্লোন সেল্টারে খাবার ব্যাবস্থাও করা হয়েছিলো জেলা প্রশাসকের কার্যালয় থেকে। যা তদারকিতে ছিলো পুলিশ সদস্যরা। তবে অপর একটি সূত্র জানায়, মেট্রোপুলিশ কমিশনার নিজ উদ্যোগেও খাবার প্রস্তুত রেখেছিলেন দুযোগ পরবর্তী সময়ের জন্য।
তবে পুলিশী ভুমিকার নজরকাড়া দৃষ্টি ছিলো গতকাল দিনভর হ্যান্ডমাইকে কখনও ডাঙায় আবার নদীতে স্পীডযোগে স্বেচাছাসেবকদের ন্যায় সর্বশেষ খবর অবহিত করে আমজনতাকে নিরাপদে থাকতে ঘোষণা দিয়ে আসছিলো। তাদের এই পদক্ষেপ বেশ কার্যকর হয় বলে জানা গেছে। আবার অনেকে পুলিশের আহবান উপেক্ষা বা ঘূর্ণিঝড় আম্ফানকে আমলে নিতে না চাওয়ায় তাদের সাইক্লোন সেল্টারে যেতে বাধ্য করে।
অন্যদিকে বরিশাল নগর আ.লীগের সাধারণ সস্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার দলের স্থানীয় নেতাকর্মীদেরও মাঠে নামিয়ে দিয়েছিলেন  স্বেচ্ছাসেবকের ভুমিকায়। ইতিপূর্বে এধরনের দুর্যোগে এই নেতা নিজেই স্পীডবোটযোগে নৌপথে নেমে হ্যান্ডমাইকে মানুষকে সতর্কতায় ভুমিকা রাখতে দেখা গেলেও এবার করোনায় নিরাপত্তাজনিত কারনে ঘরে থেকেই বরিশালে প্রস্তুতির সার্বিক চিত্র মনিটরিং করছিলেন। একপর্যায়ে রাতে তিনি ঘর থেকে বের হয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, বরিশাল বাণীকে এমনটি জানালেন তার ঘনিষ্টজনরা।
এই নেতাও সকাল থেকে উদ্বিগ্ন ছিলেন ঝড়ের গতিবেগ বরিশালকে ছোঁয়া দেয় কিনা এমন আশঙ্কা মাথায় রেখে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন নয়া এই দূর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সহায়তা বা নির্দেশনা মানতে। তিনিও প্রস্তুত ছিলেন, আম্ফান যদি বরিশালকে আহত করে ক্ষয়ক্ষতির ধ্বংসস্ত’পে রূপ দেয় তাহলে পরবর্তী করণীয়সমূহ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণে।
এদিকে সন্ধ্যার পরই শুরু হয় অম্ফানের তান্ডব। সুন্দরবনে আঘাত হানার পর ঝাপটা আসতে থাকে দক্ষিণাঞ্চলে। প্রথমে যেভাবে বাতাসের গতিবেগ যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে আশঙ্কা তৈরী হয়েছিলো বরিশাল জেলায় আম্ফান প্রকৃতির বৈরীতায় বিবর্ণ করে তুলতে যাচ্ছে। ভাগ্যসহায়, ধীরে ধীরে বাতাসের গতিবেগ কমে আসলেও গুমট ভাব মানুষের ভিতরকার আতঙ্ক আরও ভর করে।
ধারনা করা হচ্ছে, প্রশাসন ও রাজনৈতিক মহলের সম্মিলিত পূর্বপ্রস্তুতিতে এঅঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ অতোটা বেশী নয়।

ক্ষয়ক্ষতির তুলনায় আম্ফানের যে গতিবেগের কথা প্রচার পেয়েছিলো এবং সন্ধ্যার পর তার আলামত শুরু হওয়ায় ভীতকর পরিস্থিতি সৃষ্টি অস্বাভাবিক ছিলোনা। কিন্তু বরিশাল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন মহল প্রকৃতির এই বৈরীতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে ঘূর্ণিঝড়ের পূর্ব ইতিহাস পর্যালোচনায় ভয়ঙ্করতা থেকে। উদ্বিগ্ন মানুষ রাতের গভীরতায় ক্লান্তিতে যখন ঘুমে আচ্ছন্ন তখন মেট্রোপুলিশ কমিশনার সাহাবুদ্দিন খান ও মেয়র সাদিক আব্দুল্লাহ চিন্তামগ্নে নির্ঘুম রাতটিতে ছিলেন সরব । পাশাপাশি জেলা প্রশাসক মোঃ অজিউর রহমান ও পুলিশের রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম রাতভর খোঁজখবর নিতে থাকেন, দিতে থাকেন সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা।

এদিক থেকে মেয়র সাদিক আব্দুল্লাহ ও পুলিশ কমিশনারের ভুমিকা তাদের থেকেও ছাড়িয়ে যায় বলে নিশ্চিত হওয়া গেছে। । সম্ভাব্য আঘাত কি করে সামাল দেয়া যায়, সে নিয়ে দিনভর ব্যাস্ততা, রাতে উভয়ের চিন্তা আরও প্রবলতর হয়ে ওঠে। অন্তত বিভাগীয় এই শহরে আম্ফান প্রবেশ করলেও মোকাবিলায় দৃঢ়তার সাথে জনতার পাশে থাকতে মাঠে থাকা স্বেচ্ছাসেবক পুলিশ ও দলীয় কর্মীদের সাথে সার্বক্ষীণক যোগাযোগ রাখেন সেহরীর পূর্বমূহূর্ত পর্যন্ত। রাতভর ব্যস্ত সময় পার করেছেন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে। ঢাকার একটি নির্ভরযোগ্য সূত্র বরিশাল বাণীকে জানায়, দেশব্যাপী মানুষের উৎকন্ঠা উদ্বেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভোররাত পর্যন্ত শয্যাশায়ী হননি। তিনি প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে ঘন্টার মাথায় মাথায় যোগাযোগ রেখে খোঁজখবর নেওয়ায় বরিশালের পুলিশের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধি অর্থাৎ বিএমপি কমিশনার ও সিটি মেয়র তার নির্দেশনাই বাস্তবায়ন করতে গিয়েই এ নজীর স্থাপন করলেন।

যদিও দুজনই সম্ভাব্য ইতিহাসের বড় ঝড়ের ছোবল আশঙ্কায় কিংকর্তব্যবিমূঢ় ছিলেন কিন্তু মানসিকভাবে ছিলেন দৃঢ়চেতা। করোনার দুর্যোগের মাঝে আবার নতুন ঝামেলার উপসর্গ আম্ফান মোকাবিলায় তাদের কর্মপ্রয়াসে ফুটে উঠেছে তারা কতটা মানুষের জন্য নিবেদিত।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host