ব্যবহৃত কনডম ধুয়েমুছে আবার বিক্রি

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৫, ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ

বরিশাল বাণী ডেস্কঃ ব্যবহৃত কনডম ধুয়ে মুছে প্যাকেজিং করে বাজারে বিক্রি করা হতো। সম্প্রতি ভিয়েতনামের একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখের অধিক মানহীন কনডম জব্দ করেছে পুলিশ। এসব কনডম ধুয়ে মুছে প্যাকেজিং করে বাজারে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল কারাখানাটি।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, নোংরা রাবারগুলি পুনরায় বিক্রি করার জন্য এগুলো সংগ্রহ করে তা ভিয়েতনামের তান উয়েন টাউন-এ নিয়ে যাওয়া হতো, আর যেখানে এগুলি পরিষ্কার ও পুনরায় নতুনের মতো আকার দেয়া হতো। ভিয়েতনামের পুলিশ জানিয়েছে, ওই কারখানাতে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার ব্যবহৃত কনডম জব্দ করা হয়েছে।

চক্রটি এসব কনডমের হাজারের বেশি সংখ্যক ইতোমধ্যে বাজারে বিক্রি করে দিয়েছে। এসব মানহীন কনডম ব্যবহারে নানা ঝুঁকি রয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অনুযায়ী পুনরায় কনডম ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ হতে পারে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host