পিরোজপুরে রাজাকার পুত্রের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ ও ইট চুরির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডাড়িয়ায় মসজিদের সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ, মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করছে গ্রামবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে মানববন্ধন করেন মুসুল্লিরা।
এসময় বক্তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের ৭১’র রাজাকার মৃত মজিদ সিকদারের পুত্র হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদ সহ কয়েক’টি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকার পুত্র হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাষ্টারের দোকান দখল ও দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে জেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২টি মামলা করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীর দাবি করে বলেন আত্মসাৎকৃত মসজিদের নামে বরাদ্দের টাকা ও চুরি করা ৪ হাজার ইট এবং দখলকৃত দোকানগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host