করোনা ভাইরাসে বৃটিশ টোব্যাকো কোম্পানির ম্যানেজারের মৃত্যু

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২০ | ১১:৪১ পূর্বাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনা ভাইরাসে বাংলাদেশ বৃটিশ টোব্যাকো কোম্পানির ম্যানেজার মোঃ বছিরুল আলম চৌধুরী (৬৭) মারা গেছেন। তিনি মহেশপুর উপজেলার মিয়াসুন্দরপুর গ্রামের মৃত আবু সালেহ মোঃ আহসান চৌধুরীর ছেলে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, চট্রগ্রামে কর্মরত অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন। গত ১৪ সেপ্টম্বর তাকে চট্রগামের মা ও শিশু জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হলে শুক্রবার তিনি মারা যান। শনিবার সকালে জেলার জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কামরুল হাচানের নেতৃত্বে গঠিত লাশ দাফন কমিটি মোঃ বছিরুল আলম চৌধুরীকে মিয়াসুন্দরপুর গ্রামের গোরস্থানে দাফন করা হয়। এই নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৫৮ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host