নারীর প্রতি সহিংসতা সারাদেশে অব্যাহত নারীহত্যা নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২০ | ১:২২ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে পিরোজপুরে জেলা মহিলা পরিষদের উদ্দ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে টাউনক্লাব সড়কে জেলা মহিলা পরিষদ সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রনেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধী নারীকে গনধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন অয়োজন করে।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, গন উন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল হাসান, পি ডি এফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, নারী নেত্রী মুকুল খানম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এসকল হত্যা, ধর্ষণ বন্ধে এবং ধর্ষক ও খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host