বরিশালে জাল সনদ দিয়ে পরিচয়পত্র সংশোধন করতে এসে যুবক আটক

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মাধ্যমিক পাসের জাল সনদ দিয়ে পরিচয়পত্র সংশোধন করতে এসে আটক হয়েছেন এম বি শাহাদাৎ হোসেন শামীম নামে এক ব্যক্তি।

মঙ্গলবার তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। আটক শাহাদাৎ নগরীর ২৭নং ওয়ার্ডের ইন্দ্রকাঠির শহিদ হাওলাদারের ছেলে এবং সে পেশায় একজন রং মিস্ত্রি। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকুরী হওয়ায় সে জন্মসাল পরিবর্তন করতে নির্বাচন অফিসে এসেছিলো বলে জানায় শাহাদাৎ নিজেই।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানায়, বিকালে মাধ্যমিক পাসের জাল সনদ নিয়ে সে পরিচয়পত্র সংশোধনের জন্য আসে। পরিচয় পত্রে তার জন্মসাল ১৯৮২ সাল লেখা থাকলেও তিনি তা সংশোধন করে ১৯৯২ সাল করতে আসেন। কিন্তু মাধ্যমিকের সনদ জাল প্রমানিত হওয়ায় তাকে আটক করা হয়। পরে জানা যায় সে চাকুরী নেয়ার জন্য এই প্রতারণা করতে চেয়েছিলো। তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host