বিজিবি’র হাতে সুজুকি মোটরসাইকেল ও স্বর্ণের বারসহ এক আসামি আটক

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০২০ | ১০:০৮ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক আসামি আটক করেছে। আটককৃত আসামি হলো মোঃ সাব্বির হোসেন (১৮)। সে সাতক্ষীরা জেলা সদরের ছয়ঘরিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। এসময় তার কাছ থেকে একটি সুজুকি মোটরসাইকেল ও উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর) সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী বিওপি’র টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডু এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৭/৪৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৪,২১,৭২৭/- টাকা মূল্যের ০১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার, ২,৮০,০০০/- টাকা মূল্যের ০১টি সুজুকি মোটরসাইকেল এবং ১,৫০০/- টাকা মূল্যের ০১টি ব্যবহৃত মোবাইলসহ মোঃ সাব্বির হোসেন নামের এক আসামিকে আটক করে।আটককৃত মালামালের মোট মূল্য ৯৭,০৩,২২৭/-(সাতানব্বই লক্ষ তিন হাজার দুইশত সাতাইশ) টাকা। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host