কবি জহিরুল আসাস’র ভারপ্রাপ্ত সভাপতি

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: রাষ্ট্রপতি আনসার সেবাপদক প্রাপ্ত ও বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন- আলোকবর্ষ সাহিত্য-সাংস্কৃতিক সংসদ-আসাস এর প্রধান উপদেষ্টা বরেণ্য কবি জহিরুল হোসাইন খান নাছিম আসাস’র ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন। সংগঠনের পরিচালনা পরিষদের মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তিনি আজ সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেছেন।কবি জহিরুল হোসাইন খান নাছিম এক বিবৃতিতে বলেন, মানব কল্যাণে নিবেদিত বরিশালের মানুষের প্রাণ প্রিয় সংগঠন আসাস’র পক্ষ থেকে দেশবাসীকেজানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মানব কল্যাণে আরও বৃহৎ কর্মসূচী গ্রহণ করবো। বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন- আলোকবর্ষ সাহিত্য-সাংস্কৃতিক সংসদ-আসাস এর জন্য একটি সক্রিয় পরিচালনা পরিষদ গঠনের লক্ষে শীঘ্রই সংগঠনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন সভাপতি সংগঠনের গঠনতন্ত্রের আলোকে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করবেন।

এদিকে আসাস এর প্রধান উপদেষ্টা বরেণ্য কবি জহিরুল হোসাইন খান নাছিম আসাস’র ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, সদ্য বিদায়ী সভাপতি মারুফ আহমেদ মল্লিক, অাসাস উপদেষ্টা ও অাসাস এর প্রধান নির্বাচন কমিশনার মুহা.জামাল উদ্দিন খান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, আসাস’র প্রতিষ্ঠাতা সদস্য তাজকিয়া সুলতানা আখি,জাহিদুল ইসলাম লিটন মল্লিক প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host