এবার শত্রুতা মেটাতে ১বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুবৃত্তরা !

প্রকাশের তারিখ: অক্টোবর ৬, ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

কাওসার হামিদ,তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে পূর্ব শত্রু তার জেরে এক কৃষকের ১ বিঘা জমির ধান গাছ বিনষ্ট করা হয়েছে। উপজেলার দঃ গাব বাড়ীয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
উপজেলার আঃলতীফের ছেলে ফেরদৌস জানান, একই এলাকার ইউনুস গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইউনুস আকন(৫০) ও তার ছোট ভাই আবুবকর আকন(৪০) কেরোসিন দিয়ে স্প্রে করে তার ধান ক্ষেত পুড়িয়ে সাবাড় করে দিয়েছে।
ভুক্তভোগী জানান,ফসলের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়,ফেরদৌস এর চাষাবাদকৃত ক্ষেতটি পুড়ে সম্পুর্ন বিনষ্ট হয়েগেছে।
প্রত্যক্ষদর্শী আঃলতিফ ও সোবাহান জানান,আমরা দেখেছি একদিন বিকেলে ইউনুস ও আবুবকর স্প্রে করতেছে।এরপর থেকেই ধানের গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে।
এ বিষয়ে তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআরিফুর রহমান জানান, তিনি ক্ষতিগ্রস্থ ক্ষেতটি পরিদর্শন করে সকল সহযোগীতা আইনানুগ ব্যাবস্থা নিবেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া জানান,এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host