মির্জাগঞ্জে শিক্ষা অফিসারের উৎকোচ গ্রহণঃ অবশেষে বরখাস্থ

প্রকাশের তারিখ: অক্টোবর ৮, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

মোঃগোলাম সরোয়ার মনজু।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার কে ঘুষ কেলেঙ্কারির দায় বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রনালয়। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিভিন্ন অনুসন্ধানে যানা যায়, পটুয়াখালীর দশমিনার তৎকালীন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মু. জাহিদ হোসেনের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় সামায়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত একটি আদেশে শিক্ষা অফিসার জনাব জাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়-সহকারী শিক্ষা অফিসার মু. জাহিদ হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলায় কর্মরত থাকাকালীন শিক্ষকদের বাকেয়া বেতন বিল হতে অবৈধ অর্থ আদায় এবং স্লিপ ফান্ডের বরাদ্দ থেকে অর্থ আদায়, প্রধান শিক্ষক চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই সরকারি চাকুরি আইন-২০১৮ এর ৩৯ ধারার (১) উপধারা অনুযায়ী জনাব জাহদ কে সাময়িক সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host