মুখোশ লাগিয়ে বিএম কলেজে ভাংচুরঃ ২১দিন পরে ৪ ছাত্রলীগকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০২০ | ৩:৪৪ অপরাহ্ণ

বরিশাল বাণী:

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগ ভাঙচুর ও কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

গ্রেপ্তার আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান এবং পনি বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের অনুসারী এবং তাদের সকলের বাসা কলেজের আশপাশ এলাকায় বলে জানা গেছে।

গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। একপর্যায়ে হামলাকারীরা সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ।

এ ঘটনায় বাচ্চু অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host