কলাপাড়ায় স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: অক্টোবর ১০, ২০২০ | ৮:০৭ অপরাহ্ণ

ইমন আল আহসান,কলাপাড়া ॥
উপকূলীয় অঞ্চল স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা’’ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় । শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদশ এর আয়োজনে কলাপাড়া মুক্তিযাদ্ধা সংসদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশষ অতিথির বক্তব্য রাখেন,ওয়াটারকিপারস’র গবেষক আরাফাত জুবায়র, পরিবেশ আন্দোলনের মোংলা জোনের সভাপিত নুর আলম, কলাপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিটু।
এছাড়া আর বক্তব্য রাখেন,সাংবাদিক নেছার উদ্দিন আহম্মদ টিপু, মিলন কর্মকার রাজু, রুমান ইমতিয়াজ তুষার, ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.ফরিদ উদ্দিন,উপকূলীয় জনকল্যান সংঙ্গের সভাপতি মো.জয়নাল আবেদিন, উপজেলা নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক রুহুল আমিন বাচু, নারী নত্রী মোসা.মর্জিনা মন্নান গাজী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সকল নদীর দূষন রোধের কার্যকরী পদক্ষেপ, দখল হওয়া নদী উদ্ধার ও ভরাট হয় যাওয়া নদীগগুলোর নব্যতা ফিরে আনার দাবী জানান। এছাড়া পরিবশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মেজবাহ উদ্দিন মানু। কর্মশালায় বিভিন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host