বাবুগঞ্জে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ: অক্টোবর ১০, ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ

সারাদেশে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে বাবুগঞ্জ উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে রহমতপুর-মীরগঞ্জ সড়কে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ ৪টি সংগঠনের আয়োজনে এ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী প্রভাষক মহিদুল ইসলাম জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন , পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী আল-আমীন শেখ, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি শাহনাজ পারভীন, সুজনের প্রচার সম্পাদক সাহিন মাহামুদ, বিমান বন্দও প্রেসক্লাব সাধারন সম্পাদক রোকন মিয়া ,রবিন বৈদ্য, দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ, মেহেরুন নেজা, আবিদ আল সাকিব প্রমুখ।

এসময় বক্তারা সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host