পিরোজপুরে খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় জেলেকে জরিমানা

প্রকাশের তারিখ: অক্টোবর ১১, ২০২০ | ৪:১২ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আব্দুস সালাম খান (৪৫) নামের এক জেলেকে ১০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার ভুমি ফাহমি মো. সায়েফের ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সালাম খান উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের মৃত সোবাহান খানের পুত্র।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, জেলা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ডুমুরিয়া এলাকার মথুরাবাদ খালে অবৈধ বাধা জাল দিয়ে মাছ ধরছিলো। আর এ জন্য তিনি গত শনিবার (১০ অক্টোবর) রাতে ওই খালে বিষ প্রয়োগ করেন। এতে ওই খালে থাকা ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। স্থাণীয়া বিষয়টি দেখে আমাকে জানান। আমি ভোরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা দেখি। পরে পুলিশের সহায়তায় ওই জেলেকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. সায়েফ জানান, ওই জেলে অধিক মাছ পাওয়ার আশায় ওই খালে বিষ প্রয়োগ করে। এ অপরাধে তাকে ওই আর্থিক দন্ড করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host