বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবাসহ তিন আসামি আটক

প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২০ | ১০:২৮ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৩৮ হাজার ৮ শত পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। এসব ইয়াবা পাচারের জড়িত থাকার কারণে আটক হয়েছে ৩জন আসামি। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মোট মূল্য ৭ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। সোমবার (১২ই অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্ত দু’টি বিওপি এবং একটি যৌথ চেকপোস্টের সদস্যদের পৃথক পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে বালুখালী বিওপি’র সদস্যরা ১ লক্ষ ২৮ হাজার ৮ শত পিস, রেজুখালী বিওপি’র সদস্যরা ১ লক্ষ পিস এবং রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্ত বালুখালী বিওপি’র সদস্যরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা পশ্চিমপাড়ার সৈয়দ আলম মনোয়ারের বাড়ীতে স্থানীয় ওয়ার্ড সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মৃত ফকির মোহাম্মদের ছেলে সৈয়দ আলম মনোয়ারের (৩৫) রান্নাঘর তল্লাশি করে মাটির নিচে বালতিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ২৮ হাজার ৮ শত পিস বার্মিজ ইয়াবা উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৬ লক্ষ ৪০ হাজার টাকা।একই ব্যাটালিয়নের অধীনস্ত রেজুখালী বিওপি’র সদস্যরা কক্সবাজারের উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের তুলাতলী (ভালুকিয়া) নামক স্থানে কোটবাজারগামী যাত্রিবাহি সিএনজি তল্লাশী করে উখিয়া থানার খলুর বাপেরপাড়া এলাকার মৃত আবুুু শামার ছেলে জামাল হোসেনকে (২১) ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করে। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূূল্য ৩ কোটি টাকা। এছাড়া রেজুুুখাল যৌথ চেকপোস্টের বিজিবি কর্তৃক ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ টেকনাফ থানাধীন নোয়াপাড়া এলাকার মৃৃৃত হোসেনের ছেলে মোঃ নুরকে(২৮) আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host