করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ: অক্টোবর ১৩, ২০২০ | ১২:২৩ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ করোনা ভাইরাস এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা,করনীয়, সুপারিশ, সক্ষমতা ও কর্মপরিকল্পনা নির্ধারন বিষয় পটুয়াখালী জেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সারে ১১ টায় জেলা প্রশাসক দরকার হলে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগে এর সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, পৌর কাউন্সিল দেলোয়ার হেসেন আকন ও শুকতারা এনজিওর প্রতিনিধি মাহফুজা ইসলামসহ বিভিন্ন পেশার লোকজন।
সর্বশেষ করোনার পরিস্থিতি ও করোনীয় বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। কি উপায় সর্বজনের মধ্যে মাক্স পরিধান করানো যায় তা নিয়েও আলোচনা করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host