কীর্তনখোলা নদীতে থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০২০ | ৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সরকারের নির্দেশে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকবে। সরকার এ সময়ে মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল রসুলপুর (সিসিএমসি) সদস্যরা উপকূলীয় এলাকা ও নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন।

আজ বৃহস্পতিবার বরিশাল সিসিএমসির কন্টিনজেন্ট কমান্ডার জিয়ায়ুর রহমানের নেতৃত্বে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আনুমানিক ২ কেজি ইলিশ মাছ জব্দ করেন। এসময় কাউকে আটক করার সম্ভব হয় নি।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, ফিসারি স্টাফ মোঃ সুমন হাওলাদারসহ কোস্টগার্ড সদস্যরা।

পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয় এবং আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host