বাউফলে দু’টি ফিশিংবোট চালকের ও ১টি বরফকল মালিকের জরিমানা

প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০২০ | ৮:৪৮ অপরাহ্ণ

কামরুল হাসান, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে দু’টি ফিশিং বোট আটক করেছে উপজেলা প্রশাসন। বুধাবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদীর মঠবাড়িয়া পয়েন্ট এলাকা থেকে ওই ফিশিং বোট দুইটি আটক করা হয়। এর আগে সময় মত একটি বরফকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দায়ে জরিমানা করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ অহেদুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করার সময় মঠবাড়িয়া পয়েন্ট এলাকা থেকে ইঞ্জিন চালিত ২টি ফিশিং বোট আটক করা হয়েছে। পরে কালাইয়া খাদ্যগুদাম ঘাটে এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুইটি বোটের চালক ফয়েজ ও রতন প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আনিচুর রহমান বালী। পরে ফিশিং বোটের মালিক শাহজান গাজী মুচলেকা দিলে বোট দুইটি ছেড়ে দেয়া হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার পরেও কালাইয়া লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া বরফকলের বিদ্যুৎসংযোগ সচল থাকার দায়ে মালিক আবুল বশার ডাবলুর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ওই বরফকলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয় হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host